Durga Pujo — A Timeless Celebration of Joy and Togetherness
বাংলার দুর্গাপূজা যেন মাটির গন্ধে ভেজা এক চিরচেনা গল্প - শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, ভোরের বাতাসে ভেসে আসা ঢাকের ধ্বনি, আর প্রাঙ্গণের কোণে ঝরে থাকা শিউলির শুভ্র গন্ধ। এ সময়টিই হয়ে ওঠে দূরে থাকা পরিবার ও বহুদিনের সেরা বন্ধুদের সঙ্গে আবার মিলিত হওয়ার আনন্দঘন মুহূর্ত। এটি কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির হৃদয়ের চিরন্তন আনন্দযাত্রা।
এই চিরন্তন আবেশকে কেন্দ্র করে CMBA (Central Maryland Bengal Association) এ বছর সাজিয়েছে পার্বণের শারদোৎসব। ৫ই অক্টোবর ২০২৫ (9 AM onwards), Gaithersburg High School - 101 Education Blvd, Gaithersburg, MD 20877
- এর প্রাঙ্গণে মিলবে সেই সবার প্রিয় মিলনমেলা, যেখানে হাসি, আলাপন, আর আনন্দের উচ্ছ্বাসে ভরে উঠবে প্রতিটি প্রহর।
আমরা এ বছর যাত্রা শুরু করছি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, যা আমাদের সবার হৃদয়ে রেখে যাবে অনবদ্য স্মৃতি। থাকছে শিল্প, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনা, যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে উৎসবের সেই শৈশবের দিনগুলোতে, আর একইসঙ্গে দেবে নতুন অভিজ্ঞতার স্বাদ।
আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক আমন্ত্রণ । আপনাদের হাসি, কোলাকুলি আর উপস্থিতি ছাড়া এই উৎসবের পূর্ণতা অসম্ভব। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, আমরা অপেক্ষায় থাকবো আপনাদের পদধ্বনির জন্য, যেন আবারও আমাদের মিলনমেলা ভরে ওঠে সবার আপন মানুষে।
চলুন, একসাথে মিশে যাই আনন্দ, ভক্তি আর বাঙালিয়ানার অবিনশ্বর আবেশে ভরপুর এই শারদোৎসবে।
শুভেচ্ছান্তে,
CMBA - Central Maryland Bengal Association
শারদোৎসব কমিটি
Durga Pujo is more than a festival - it is a season when the heart remembers the fragrance of autumn mornings, the gentle beat of the dhak drum, and the warmth of reuniting with loved ones after years apart. It is a journey of the soul, a celebration of bonds that time and distance cannot fade.
Carrying this spirit forward, CMBA (Central Maryland Bengal Association) proudly presents Parbon’s Sharodutsab this year. On October 5th, 2025 (9 AM onwards), Gaithersburg High School - 101 Education Blvd, Gaithersburg, MD 20877 will come alive with joy, laughter, and heartfelt connections.
We begin this journey with an exciting cultural program - a colorful blend of music, dance and recitation that will transport you to cherished moments of the past while offering experiences that feel fresh and new.
We warmly invite you and your family to join us - because this celebration is complete only with your presence. Registration has opened, and we look forward to welcoming you into our circle of friends, family, and community.
Come, let us weave together joy, devotion, and the timeless spirit of celebration in this Sharodutsab.
Warm regards,
CMBA - Central Maryland Bengal Association
Sharodutsab Committee


Venue: Gaithersburg High School
Date: October 5th, 2025
Time: 9 AM - 10 PM
Early Registration Closed - September 15th 2025!
Regular Registration open till September 27th 2025!
(Limited Spots Available!!)